এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম

    গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে।

    সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- মেরাজুল ইসলাম তাহিন (১৬), জোবায়ের (১৫), আব্দুল্লাহ (১৬), ফাইজুল ইসলাম (১৮) ও সাইদ (১৬)।

    জানা গেছে, শিক্ষার্থীদের অধিকাংশই একই বিদ্যালয়ে পড়েন। গত বৃহস্পতিবার নবম শ্রেণির শিক্ষার্থী তাহিন ক্লাস শেষে বেঞ্চে মাথা রেখে ঘুমায়। এ সময় আরেক শিক্ষার্থী সাইদ ডাকাডাকি করে। তাহিন ডাকাডাকির কারণ জিজ্ঞেস করলে দু'জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে সোমবার বিদ্যালয়ে থেকে বাড়িতে ফেরার পথে তাহিন ও তার বন্ধুদের ওপর লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায় সাইদ ও তার লোকজন।

    এ বিষয়ে তাহিনের মা জেসমিন বেগম বলেন, খবর পেয়ে আমি ও আমার স্বামী ঘটনাস্থলে যাই। দেখতে পাই স্কুলছাত্রদের সাথে আনারপুরা গ্রামের ২০-২৫ জন লোক। তারা আমাদেরও এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, চারজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, আমি এসএসসি পরীক্ষার কেন্দ্রে ছিলাম। যেটুকু জেনেছি তার সমাধান করে দিয়েছি। কিন্তু বিদ্যালয়ের বাইরে অভিভাবকরা মারামারিতে অংশ নেয় যা অত্যন্ত দুঃখজনক।

    গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি কিন্তু সবাই স্কুলশিক্ষার্থী। তাই বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…