মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাইওয়ে এক্সপ্রেস সংলগ্ন সড়কে দুপুরে এ ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, আনুমানিক ২৫ বছরের বেশি বয়সী ওই অজ্ঞাত নারী ভারসাম্যহীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুরে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ওয়ারিশ পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে।’
ইখা