কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জনের বয়স পাঁচ বছর। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বেলা ২টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের ছেলে মো.নোমান ও একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস। তাদের উভয়ের বয়স পাঁচ বছর।
নিহত নোমানের দাদা নুরুছ শফা বলেন, ‘গত কয়েকদিন আগে বাড়ির পাশে উঠান থেকে মাটি কাটা হয়। এতে বড় এক গর্তের সৃষ্টি হয়। এই গর্তে পানি জমে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বেলা ২টার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিলো। খেলার চলে হঠাৎ করে দুইজন ওই পানি ভর্তি গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি শিশু জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। পরে তাদের দু’জনকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। দুই শিশু পানি ভর্তি গর্তে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্ততি চলছে।’
ইখা