

সময়ের কণ্ঠস্বর- সরকারকে ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, গুম-হত্যাকারী আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে সরকারকে রাষ্ট্রদ্রোহী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, গুম-হত্যাকারী এবং নিজেই রাষ্ট্রদ্রোহী। সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছেন, যা জনগণ জানে না। কিন্তু এগুলো রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে দেশের যে অবস্থা, এতে নতুন করে তেমন কিছু বলার নেই। এই সরকার দেশকে পুরোপুরি কারাগার বানিয়েছে। এ পর্যান্ত ১২ হাজারের অধিক গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৭শ’ এর অধিক বিএনপির নেতাকর্মী। এতে সহজেই বুঝা যায় লক্ষ্য সন্ত্রাসী ধরা নয়। সন্ত্রাসীকে পার করে দিয়ে বিএনপিরসহ অন্যান্য দলের নেতাকর্মীদের ধরা এবং নিরীহ মানুষকে জেলে ঢুকানো লক্ষ্য।’
অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ অবাধে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের ধরা হয় না। সম্প্রতি ছাত্রলীগের এক নেতা অস্ত্র নিয়ে ধরা পড়লেও তাকে জামিন দিয়ে দেয়া হয়। আওয়ামী লীগের কাউকে অস্ত্র সহ ধরা হলে রিমান্ডে নেয়া দুরের কথা জেলে নিয়ে তার কয়েকদিন পর জামিনে ছেড়ে দেয়। অথচ অপরাধ না করলেও বিএনপি নেতাকর্মীদের ধরে জেলে নেয়া হয়, জামিন হলেও আবার জেলগেট থেকে তাদের আটক করা হয়।’