

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জঙ্গী ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযান গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নীলফামারীর ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও মাদক আইনে মামলা রয়েছে।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে কোন রাজনৈতিক মামলার আসামী নেই বলে জানান তিনি।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতি-শুক্রবার থেকে জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যপী সাড়াশি অভিযান গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) শেষ হয় । অভিযানের শেষ দিন একজন জামায়াত সদস্য সহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।