

রেজাউল সরকার(আঁধার), গাজীপুর প্রতিনিধি: মহানগরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলা নিম্ন আদালতের রায়ে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের এক পর্যায়ে দুপর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
হৃদয়/এসএস