

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভাতিজার হাতে মতিয়ার মাতুব্বার (৪০) নামে এক চাচা খুন হয়েছে। শুক্রবারে রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে এ ঘটনা ঘটে। মতিয়ার ঐ গ্রামের রুপাই মাতুব্বারের ছেলে।
জানা গেছে, গ্রাম্য দলাদলী নিয়ে দীর্ঘদিন যাবত বাতাগ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এরই জের ধরে রুপাই মাতুব্বারের ছেলে মতিয়ার মাতুব্বার আনুমানিক রাত ১১টার দিকে তার ভাই আয়নাল মাতুব্বারের বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে ছিলো। এসময় চাচাতো ভাই মৃত হিরু মাতুব্বারের ছেলে পিকুল মাতুব্বার পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মতিয়ারকে কোঁপায়। গুরুতর আহতবস্থায় নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মতিয়ার এক দলের প্রধান হেমায়েত হোসেনের সমর্থক ও পিকুল প্রতিপক্ষ সলেমান মাতুব্বারের সমর্থক। এঘটনার পর আজ শনিবার সকালে হেমায়েত হোসেনের সমর্থকরা সলেমান মাতুব্বারের সমর্থকদের ১০টি বাড়ি-ঘরে হাঁমলা চালিয়ে ২০/২২ টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে। এছাড়াও সলেমান মাতুব্বারের সমর্থকরা ভয়ে এলাকা ছাড়া রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সালথা থানা অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন বলেন, মতিয়ারকে চোরা-গুপ্তা ভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হৃদয়/এসএস