

আরাফাতুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাসহ দেশব্যাপি গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ১৪ দল। রবিবার বিকালে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. আাব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম।
অনুষ্ঠানে আওয়াামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ১৪ দলের শরিক দল জাসদ, বিনএফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।