

স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে এসে প্রথম জয়ও পেল আলবেনিয়া। রবিবার রাতে প্যারিসের লিওঁতে রোমানিয়াকে একমাত্র গোলে হারিয়েছে দি বিয়াসির শিষ্যরা।
এদিন ম্যাচের শুরু থেকেই রোমানিয়ার আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আলবেনিয়া। শুরুর ২০ মিনিটে একাধিক আক্রমণ চালিয়েও প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গতে ব্যর্থ হয় রোমানিয়া। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। ম্যাচে ফিরে আলবেনিয়া। পাল্টা আক্রমণে রোমানিয়াকে ভয় ধরিয়ে দেয় তারা।
দ্বিতীয়ার্ধে আবারো আলবেনিয়াকে চেপে ধরে রোমানিয়া। কিন্তু আলবেনিয়া অটুট।
দুর্দান্ত রক্ষণভাগের সুবাদে রোমানিয়াকে খালি হাতেই ফেরান তারা। অবশেষে সাদিকুর গোলেই জয় নিশ্চিত হয় ইউরোপের ক্ষুদ্র মুসলিম দেশটির।
এই জয়ে আলবেনিয়া শেষ ষোল’তে না ওঠলেও সত্যিই চমক দেখিয়েছে! তবে নকআউট পর্বে যাওয়াটা আলবেনিয়ার জন্য কতটা কঠিন হবে সেটি সময়ই বলে দেবে।