

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে দু’টি পৃথক বোমা হামলায় অন্তত ২৪ জন লোক নিহত হয়েছে। সোমবার সকালে কাবুলের ব্যস্ত রাস্তার ওপরে একটি মিনিবাসে এক আত্মঘাতী হামলায় ১৪ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়। নিহতরা সবাই নেপালির নাগরিক বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর- বিবিসির
এর কয়েক ঘণ্টা পর বাদাখশান প্রদেশের কিশম নামে এক শহরের বাজারে একটি মোটরবাইকে লুকানো বোমা বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ১০ জন। এ ঘটনায় নিহতরা সবাই বেসামরিক লোক।
ঘটনার পর তালেবান এবং ইসলামিক স্টেট উভয়েই এঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। কিন্তু এ দাবি নিশ্চিত করা যায় নি।