

মাগুরা প্রতিনিধি: প্রায় কোটি টাকার ভারতীয় থ্রিপিসসহ একটি ট্রাক জব্দ করেছে মাগুরা থানা পুলিশ। ঢাকা-খুলনা সড়কের মাগুরা পিটিআইর সামনে একটি ট্রাক থেকে এসব থ্রিপিস জব্দ করে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে ওই ট্রাকে থাকা ছয়টি বড় কাঠের কার্টন ভেঙে তার ভেতর থেকে ২ হাজার ৯০০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।
সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা হাইওয়ে সড়কের পিটিআই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ট্রাক ও অবৈধ থ্রিপিসের মালিকানা নিশ্চিতের চেষ্টা চলছে।