

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে শামিম মিয়াকে (৩১) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জনু) দুপুরে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহসান হাবীব এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শামিম উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মোতাল্লেব হোসেনের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে জানান, শামিম মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সেবন করে আসছিল। প্রায়ই নেশার টাকার জন্য তার মাকে নানাভাবে অত্যাচার করতো। এতে অতিষ্ঠ হয়ে তার মা আনোয়ারা বেওয়া ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন।
ওসি আরও জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়াবা সেবনকালে তাকে মিরপুর হাইস্কুল মাঠ থেকে মঙ্গলবার সকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুরে শামিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন।