

স্পোর্টস আপডেট ডেস্ক – অবশেষে ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা জিতলো তামিম-সাকিবের আবাহনী। স্থগিত হওয়া আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় এবারের ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা জিতে আবাহনী।
এর আগে আজ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি ২৪ তারিখ অনুষ্ঠিত হবে।
তবে রান রেটে আবাহনী এতোটাই এগিয়ে ছিল যে সেই ম্যাচে জিতলেও শিরোপা জিতেটা প্রায় অসম্ভব ছিল দোলেশ্বরের জন্য।
কারণ শিরোপা জিততে হলে প্রথমে ব্যাটিং করে ছয়শোর বেশি রান করতে হতো দোলেশ্বরকে। আর আবাহনীকে গুটিয়ে ফেলতে হতো পঞ্চাশ রানের মধ্যে।
তাই সেই ম্যাচটি খেলতে আগ্রহী হয়নি দুদলই। তাই এই ঘোষণার পরই আবাহনীর চ্যাম্পিয়ন হয়ে যায়।
স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি সত্যি অনুষ্ঠিত হতো কিনা সেটি নিয়েও সংশয় ছিল কারণ লীগের যে বাইলজ অনুযায়ী কোন ম্যাচ পুণরায় শুরু করার সুযোগ নেই।