

সময়ের কণ্ঠস্বর- স্ত্রী খুনের ঘটনায় এসপি বাবুল আক্তারকে পুলিশের ১৫ ঘণ্টা ‘জিজ্ঞাসাবাদের’ তথ্য ইউটিউবের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা: উপেক্ষিত স্বাস্থ্য বাজেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
শুক্রবার গভীররাতে বনশ্রী ভূঁইয়াপাড়ার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে নিয়ে গিয়ে পুলিশ মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে শনিবার বিকালে তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়া হয়। দীর্ঘ ১৫ ঘণ্টা তার সঙ্গে পরিবার যোগাযোগ করতে না পারলে বিতর্কের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর আপনারা বললেন, তাকে জঙ্গিরা হত্য করেছে। আবার বললেন জামায়াত-শিবির হত্যা করেছে। আসলে এসপি বাবুল আক্তারের সাথে পুলিশ হেফাজতে ১৫ ঘণ্টা আইন শৃঙ্খলা বাহিনীর কি কথা হয়েছে তা ইউটিউবে প্রকাশ করুন। ভালো মন্দ দেশের জনগণ বিচার করবে। শস্যের মধ্যে ভূত আছে কিনা তা বের হয়ে আসবে।’