

আন্তর্জাতিক ডেস্কঃ
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়। সোমবার বিমানটি রাজধানীর চাংগি বিমান বন্দরে জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়।
যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটিতে আগুন ধরে গেলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানের এক যাত্রী সে সময়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, মনে হচ্ছিল যেন মরে যাচ্ছি। একেবারে মৃত্যুর কাছে থেকে ফিরে এসেছি।
এদিকে, বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এসকিউ৩৬৮ ফ্লাইটটি সিংগাপুর থেকে মিলানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে মাঝ আকাশে পাইলট কন্ট্রোল রুমকে ইঞ্জিনের ত্রুটির কথা জানিয়ে বার্তা পাঠায়। পরে বিমানটি আবার বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করার সময়ই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিমানটির ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। পরে এটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে বিমানটি চাংগি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানটির বোর্ডে ২শ ২২ জন যাত্রী এবং ১৯ জন ক্রু ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অন্য একটি বিমানে করে ওই বিমানের যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হবে।