

পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক মুস্তাফিজুর রহমান লাভলু তার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এলে ইসিজি করা নিয়ে ডাক্তারের সাথে বাকবিতন্ডা হয়। হাসপাতালের ইসিজি মেশিন নষ্ট কেন এই প্রশ্ন নিয়ে ক্ষিপ্ত হয়ে ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার বিল্লাল হোসেনকে শাররীক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে ধরে নিয়ে যায় এবং পরে ছেড়েও দেয়া হয়। এরই প্রতিক্রিয়ায় ডাক্তার/নার্সরা সুষ্ঠ বিচারের দাবীতে হাসপাতালের সামনেই মানববন্ধন করে।
তারা বলেন, সুষ্ঠ বিচার না হলে এর প্রতিবাদে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ডাঃ বিল্লাল হোসেন সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।