

সময়ের কণ্ঠস্বর- হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না করা পর্যন্ত ১৫৪ ট্যানারি শিল্প মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানার বিষয়ে হাইকোর্টের আদেশ আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে ১৭ জুলাই শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
আদালতে ট্যানারির মালিকপক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।
এর আগে গত ১৬ জুন আদালতে নির্দেশের পরেও কারখানা না সরানোয় ১৫৪ ট্যানারিকে প্রতিদিন ৫০,০০০ টাকা করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।