

স্পোর্টস আপডেট ডেস্ক – ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড শেষ। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বতর্মান চ্যাম্পিয়ন স্পেন, ও শক্তিশালী ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় চমক আইসল্যান্ড। প্রথমবারের মতো ইউরো খেলতে এসে শেষ আটে পৌঁছেছে বরফের দৈত্যরা। ইংল্যান্ডকে বধ করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
১ম কোয়ার্টার ফাইনাল
৩০শে জুন, রাত ১টা পর্তুগাল বনাম পোল্যান্ড
২য় কোয়ার্টার ফাইনাল
১লা জুলাই, রাত ১টা ওয়েলস বনাম বেলজিয়াম
৩য় কোয়ার্টার ফাইনাল
২রা জুলাই, রাত ১টা জার্মানি বনাম ইতালি
৪র্থ কোয়ার্টার ফাইনাল
৩রা জুলাই, রাত ১টায় ফ্রান্স বনাম আইসল্যান্ড