


কিডনিতে পাথর
কিডনি সংক্রান্ত কোনও সমস্যায় লেবুর সরবত খেতে পারেন, কিংবা আপেলের জুস, কমলালেবুর জুস বা মেলন জাতীয় ফলের জুস খেতে পারেন।
হাইপারটেনশন
উচ্চ রক্তচাপের সমস্যা মেটাতে আদার জুস, শশার জুস, সেলারির জুস, আপেলের জুস, বীটের জুস খেতে পারেন।
স্মৃতিশক্তি
মস্তিষ্ককে ক্ষুরধার করতে আঙুরের জুস, বীটের জুস কিংবা বেদানার জুস খেতে পারেন।
মাথা ব্যথা
মাথার যন্ত্রণা যদি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে সেলারির জুস, আদার জুস, শশার জুস বা আপেলের জুস খান।
লিভারকে ঠিক রাখতে
লিভারে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য শসার রস, তরমুজের রস এবং গাজরের রস খেতে পারেন।
বদহজম
আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে পুদিনা পাতার জুস, লেবুর রস, গাজরের জুস কিংবা আনারসের জুস খেতে পারেন।
আলসার
আলসারের হাত থেকে মুক্তি পেতে সেলারির জুস, গাজরের জুস কিংবা বাঁধাকপির জুস খান।
শ্বাসকষ্ট
শ্বাসকষ্টের সমস্যায় লেবুর রস, রসুনের রস, আপেলের রস, পালংক শাকের রস এবং গাজরের রস খেয়ে দেখুন। উপকার পাবেন।