

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় পারিবারিক শত্রুতার জের ধরে প্রকাশ্যে চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। ১২ জুলাই মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল হাসানের(২৮) অবস্থা খুব আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী(৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানায়। সে বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে জায়গা জমির বিরোধ নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। চলমান রয়েছে অনেক মামলা।
দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৩৫মিনিটে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।
লামা হাসপাতালের সহকারী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বিলকিছ সুলতানা বলেন, কামরুলের শরীরে ৬টি দায়ের কুপ আছে। তার মাথায় দুপাশে, ঘাড়ে, পিঠে ও বাম হাতে কুপানো হয়েছে। বাম হাতটি শরীরের সাথে সামান্য লেগে আছে। মাথা ও গলার কুপ গুলো অনেক গভীর হওয়ায় তার বাচাঁর সম্ভাবনা অনেক কম রয়েছে বিধায় রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।