

আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ সমুদ্রসীমায় ভিয়েতনামের একটি মাছ ধরা নৌকা ডুবিয়ে দিয়েছে চীন। আজ (মঙ্গলবার) এ অভিযোগ করেছে ভিয়েতনাম ফিশারিজ সোসাইটি।
ভিয়েতনাম ও চীনের মধ্যকার সমুদ্রসীমা নিয়ে বিরোধের বিষয়ে একটি আন্তর্জাতিক আদালত যখন রুলিং দিতে যাচ্ছে তখন বেইজিং এ ঘটনা ঘটিয়েছে। ভিয়েতনাম ফিশারিজ সোসাইটি জানিয়েছে, চীনা কোস্টগার্ডের দুটি জাহাজ এসে ভিয়েতনামের কুয়াং এনগাই প্রদেশের সমুদ্রে মাছধরা নৌকাগুলো ডুবিয়ে দেয়। এসময় ভিয়েতনামের নাবিকদের চীনা কোস্টগার্ডরা মারধর করে বলেও অভিযোগ করেছে ভিয়েতনাম ফিশারিজ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবিয়ে দেয়া নৌকার নাবিকদের উদ্ধারে আরেকটি জাহাজ আসতে চাইলে তাকেও বাধা দেয় চীনা কোস্টগার্ডরা। সন্ধ্যা পর্যন্ত এসব নাবিক সমুদ্রের ভেতরে অবস্থান করতে বাধ্য হয়। পরে অন্ধকার হলে ভিয়েতনামের দ্বিতীয় জাহাজটি গিয়ে নাবিকদের উদ্ধার করে। ভিয়েতনাম ফিশারিজ এ ঘটনার নিন্দা জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে।