

আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার আবারো শীর্ষ পর্যায়ের এক শিয়া আলেমকে আটক করেছে। সৌদি সরকার দেশটির সংখ্যালঘু শিয়া মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডের ওপর অব্যাহতভাবে যে বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে তারই অংশ হিসেবে শিয়া এই আলেমকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ সম্পর্কে আজ (মঙ্গলবার) প্রকাশিত খবরে বলা হয়েছে-সৌদি কর্তৃপক্ষ দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফের সাফাভি এলাকা থেকে শিয়া আলেম শেখ মুহাম্মাদ হাসান আল-হাবিবকে আটক করা হয়েছে। হাবিবের পরিবার বলেছে, তারা এখনো তাঁর সম্পর্কে কোনো তথ্য পায় নি। তাঁর ভাগ্যে কী জুটেছে এবং তাঁকে কোথায় রাখা হয়েছে তাও জানা যায় নি।
সৌদি রাজতন্ত্র-বিরোধী বিক্ষোভের জন্য প্রসিদ্ধ কাতিফ অঞ্চলে হাবিব হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব। তিনি নিজেও সৌদি সরকারের প্রকাশ্য সমালোচক। এছাড়া, শিয়া মুসলমানদের প্রতি সৌদি সরকারের অনুসৃত নীতিরও বিরোধিতা করে আসছেন তিনি। প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের অবৈধ মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে হাসান আল-হাবিব সৌদি সরকারের বিরুদ্ধে আরো বেশি সরব হয়েছেন।