

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন সবে মাত্র পদত্যাগ করে দায়িত্ব হস্তান্তর করেছেন। এর ফলে তাকে ত্যাগ করতে হয়েছে বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রীট । সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগের পর নিজের মালপত্র নিজেই নামাচ্ছেন । এনিয়ে ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন।
আব্দুল মাজিদ লিখেছেন, বাংলাদেশে কি কোন দিন এই রকম নেতা আমরা নির্বাচিত করতে পারব
সুফিয়ান লিখেছেন,
অসাধারন বলার আগে একটু পিছনে ফিরে থাকান।ইসলামের খলিফাতের সম্পদ কতটুকু ছিল? কী অনেক দূরে চলে গেলেন? তাহলে ইরানের সাবেক প্রধানমন্ত্রীর কথা মনে আছে? তার সম্পদ কত ছিল?
ওমর ফারুক লিখেছেন,
এদের পক্ষে সম্বব দেশের উন্নয়ন করা। এরা রাজনীতি করে দেশের জন্য আর আমাদের দেশের গুলা রাজনীতি করে লুট করার জন্য।।।।আর কত বছর ওপেক্ষা করতে হবে আমাদের এই রকম প্রধানমন্ত্রীর জন্য?
তাওহীদ লিখেছেন,
একটি জাতি, একটি দেশ, একটি সভ্যতা একদিনেই হয়না । ছবিটি তাই বলে দিচ্ছে।