

মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্ট- নীলফামারী জেলার সৈয়দপুর থেকে অপহরণের শিকার হওয়া দুই শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপি’র ডাঙ্গারহাট নামক স্থান থেকে আজ সকাল ১১ টায় সাবিত্রি রাণী (১৩) এবং তার ভাগ্নে ননী চন্দ্র (৯) কে অপহরণ করে দুর্বৃত্তরা। সাবিত্রি ফতেজংপুর ইউপি’র ডাঙ্গারহাট ফুলপুরের বারণী গ্রামের কৃষক শিরিষ চন্দ্রের মেয়ে।
সাবিত্রি জানায়, সে তার ভাগ্নেকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে ডাঙ্গারহাটে ডাক্তার দেখাতে এলে পথিমধ্যে একটি কালো রংয়ের মাইক্রোবাস তাদের এগিয়ে দিতে চায়। এসময় সাবিত্রি তাদের সাহায্যের প্রয়োজন নেই বললে মাইক্রোবাসে থাকা কয়েক যুবক তাকে ও তার ভাগ্নেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। মেয়েটি জানায়, এরপর তারা আমাদের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়িটি থামিয়ে রাখে। একপর্যায়ে সবাই নেমে গিয়ে গাড়ির দরজা লক করে দেয়।
সে জানায়, এর কিছুক্ষণ পর মাইক্রোবাসের দরজার হাতল ধরে টান দিয়ে বাইরে বের হয়ে সে তার ভাগ্নেকে নিয়ে দৌড় দেয়। কিছুক্ষণের মধ্যে সে দিনাজপুর-সৈয়দপুর বাইপাস রোডে পৌছামাত্র একটি বাস তাদের সামনে এসে দাড়ায়। সঙ্গে সঙ্গে সে তার ভাগ্নেকে নিয়ে সেই বাসে ওঠে এবং সৈয়দপুর বাস টার্মিনালে এস নামে। সেখান থেকে হাটতে হাটতে তারা কামারপুকুর বাজারে আসে। তাদের উদ্দেশ্যহীন ঘোরাঘুরি আর আতঙ্কিত মুখশ্রী দেখে কামারপুকুর এলাকার স্থানীয় ভ্যানচালক আঃ সাত্তারের সন্দেহ হয়।
ভ্যানচালক তাদের জিজ্ঞোসাবাদ করলে মেয়েটি সব ঘটনা খুলে বলে। এরপর সাত্তার তাদের তার বকসাপাড়ায় নিজ বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটির অভিভাবক ও সৈয়দপুর থানায় খবর দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে কামারপুকুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম লোকমান উপস্থিত আছেন।