

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – এই সরকারের আমলে বিদেশি, মুক্তিযোদ্ধাসহ কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
বুধবার সকালে প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় গণতন্ত্রের অভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের মানুষ আজ কেউ নিরাপদ নয় উল্লেখ করে মোশারফ বলেন, মুক্তিযোদ্ধারা যেমন নিরাপদ নয়, তেমনি কোন পেশার মানুষই নিরাপদ নয়। রাস্তা-ঘাট, এমনকি বেড রুমেও এখন মানুষ নিরাপদ নয়। শিক্ষক, সাহিত্যিক, পুলিশ সুপারের স্ত্রীও নিরাপদ নয়। বেশির ভাগ মানুষই সরকারের র্যাব পুলিশের হাতে নিহত হচ্ছে। আর এর একমাত্র কারণ হচ্ছে গণতন্ত্রের অনুপস্থিতি।
তিনি বলেন, সারা দেশে সাঁড়াশি অভিযানের নামে ১৩ হাজার নিরাপরাধ মানুষকে গ্রেফতারের নামে নির্যাতন করা হয়েছে। সন্ত্রাসবাদের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিছু দিন পরে তাদেরকে হয় খুন অথবা ক্রসফায়ারে মারা হচ্ছে। আর এ কারণেই সন্ত্রাসবাদের উত্থান বলে তিনি মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল ৭৫’র পূর্বে। আজকে সাংবিধানিকভাবে বাকশাল না থাকলেও অলিখিতভাবে বাকশাল চলছে। মাহমুদুর রহমান সত্য কথা বলার কারণে তাকে নির্যাতন করা হচ্ছে। আজকে রক্ষী বাহিনীর হাতে মানুষ মারা যাচ্ছে না। তবে একই কায়দায় র্যাব পুলিশের হাতে মানুষ মারা যাচ্ছে।
তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতেই ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এই সরকারের অধীনে আজ কেউ নিরাপদ নয়। এমনকি বিদেশিরাও নিরাপদ নয়। গণতন্ত্র না থাকায় আজকের এই অবস্থা বলে তিনি মন্তব্য করেন।