

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শহরের ২টি হোটেল ও ১টি মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় (বাসি পচা খাবার বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি) অভিযোগে তাদেরকে এই জরিমানা করা হয়।
আদালতের পেশকার আবু তাহের জানান, বুধবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে শহরের ডিসি মার্কেটের সামনে নবাব মিষ্টান্ন ভা-ারকে ৫ হাজার টাকা, নিমতলা এলাকার হাসমত হোটেলকে ৫ হাাজর টাকা ও হাসপাতাল এলাকায় শফিকের হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী ও আনসার সদস্যরা।