

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক তরুণীকে পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকার বাড়ি থেকে মঙ্গলবার রাতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে ওই তরুণী পাঁচ জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন বলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আসামীদের মধ্যে ফাহাদ উদ্দিন, আদনান হোসেন, পারভেজ হোসেন, হৃদয় ও পিয়াস উদ্দিন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন।
চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ জানিয়েছে, নতদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে ।
মামলার বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাইকে নিয়ে সদর উপজেলার দিঘলী থেকে তিতারকান্দি এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি। রাতে ওই বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ৮/১০ জন যুবক প্রবেশ করে ভাইসহ মেয়েটিকে তুলে নিয়ে যায়। “এক পর্যায়ে ভাইকে মারধর করে রাস্তায় ফেলে মেয়েটিকে রামপুর এলাকায় ছাত্রলীগকর্মী ফাহাদ উদ্দিনের বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।”
বুধবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগকর্মী ফাহাদ উদ্দিনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করার পর সন্ধ্যায় আদনান হোসেনকে গ্রেপ্তার করে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি।