

বরিশাল প্রতিনিধি- বরিশালে ৮১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মো. শাহ্ আলম নামের ওই মাদক ব্যবসায়ীকে বুধবার (১৩ জুলাই) দিনগত গভীর রাতে নগরীর গোড়াচাঁদ দাস রোডের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। আলম গোড়াচাঁদ দাস রোডের টিপু মিয়ার বাসার ভাড়াটিয়া ও মো. সিরাজুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির এসি ফরহাদ সরদার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোড়াচাঁদ দাস রোডে আলমের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ডিবির উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে সকালে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।