

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলে গোলাম সারোয়ার ওরফে রাজিব হত্যাকান্ডের ঘটনার ৮দিন পর পিতা গোলাম হোসেন রতন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার রাতে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন কাউকেই আটক করতে পারেনি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫ জুলাই বিকালে গোলাম সারোয়ার রাজিব বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছিল না।
পরে ফেসবুকে আপলোড করা ছবির সূত্র ধরে ৬ জুলাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করা হয়। এর আগে গোলাম সারোয়ারের লাশটি ঢাকা-চট্রগ্রাম হাইয়ের গৌরীপুর ফাঁঁড়ির পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল।
খবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আড়াইহাজার থানার ওসি তদন্ত মোঃ শফিউল আজম খাঁন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।