

মো হৃদয় খান, স্টাফ রিপোর্টার: আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদী ড্রিম হলিডে পার্কে ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্ভোধন করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমেনা বেগম, শিক্ষাবিদ প্রফেসর ড. সফিউদ্দিন আহমেদ, দু’বারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, কলেজের উপাধ্যক্ষ মাহমুদু হাসান, সহকারী অধ্যাপক এএফএম মাহতাব উদ্দিন টিটুসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘অন্যের সাথে প্রতিযোগীতা নয়। প্রতিযোগীতা করতে হবে নিজের সাথে। প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করতে হবে। গতকালের চেয়ে আজকে আরো ভালো থাকতে হবে। তোমাদের কে মনোযোগ দিয়ে লেখাপড়া করে তোমাদের মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘তোমরা আগামী দিনের জাতির কর্ণধার। বেশি বেশি বই পড়ে নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে।’
দু’বারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত বলেন, ‘সফলতা যাত্রা মাত্র শুরু। সবার মধ্যে যে স্বপ্ন লুকায়িত থাকে তাকে বাস্তবায়ন করতে পারলেই এভারেস্ট বিজয় করা হয়। স্বপ্নপূরনে অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।’
কলেজের সহকারী অধ্যাপক এএফএম মাহতাব উদ্দিন টিটু বলেন, ‘কেউ জ্ঞানি হয়ে জন্মগ্রহণ করে না। সময় এবং অধ্যবসায় তাকে পরিপক্বতা দান করে।’