

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার রাতে হোসন্দি ইউনিয়নের গলাকিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হোসেন্দী ইউপির নবনির্বাচিত মেম্বার গোলাপ সরকার (৪৫) ও তার ভাই আইয়ুব সরকার (২৮)।
পুলিশ জানায়, আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আমিরুল (২০) ও ডালিমকে (২৫) ঢাকায় পাঠানো হয় এবং অন্য তিনজনকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, সবুজ (১৯), ফারুক (২০) ও আলমগীর (২৫)।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, হোসেন্দি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু ও বিবাদমান নাজমুল গ্রুপের সঙ্গে সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে গুলিবিদ্ধ দুই ভাই মারা যান।