

সময়ের কণ্ঠস্বর – বাংলাদেশ ইস্যুতে এক বিশেষ আলোচনায় অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে ব্রিটিশ হাউস অব লর্ডসে।
আজ ১৬ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে তারা ঢাকার বিমানবন্দর ছেড়েছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য জানিয়েছেন।
এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
এদের মধ্যে রুমিন ফারহানা আগেই লন্ডনে পৌঁছেছেন। শ্রমিক দলের বিমানবন্দর শাখার সভাপতি ফিরোজুজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় প্রতিনিধি দলকে বিদায় জানান।