
রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের লালদীঘি কলাবাগান এলাকার এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রংপুরের বড়দগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, সকালে উপজেলার লালদিঘি এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপর থাকা এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত ৫ বাসযাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এক নারী মারা যান।
গুরতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।