

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ফেন্সিডিল সহ মনির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এতিম খানার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মনির হোসেন বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের মাহবুবর রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে এতিম খানার সামনে থেকে ১১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
গতকাল রবিবার (১৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।