

আর্ন্তজাতিক ডেস্ক – ফ্রান্সের নিস শহরে লরি চাপা দিয়ে ৮৪ ব্যক্তিকে হত্যা করার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিস এ কথা জানায়।
লা মঁদে প্রত্রিকা জানায়, তিনজনকে গ্রেফতার করা হয় শনিবার। এর আগের দিন শুক্রবার গ্রেফতার করা হয় দুই জনকে।
পুলিশ গুলি করে হত্যার আগে মোহাম্মদ লাহুয়াজেল-বুহলেল বাস্তিল দিবসে জনতার ওপর লরি তুলে দেয় বৃহস্পতিবার। এই হত্যাকা-ের দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এজেন্সি জানায়, আইএসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত কোয়ালিশনভূক্ত দেশের নাগরিকদের হামলা চালানোর আহ্বানের প্রেক্ষাপটে বুহলেল এই হামলা চালান।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন ধরনের এই হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চূড়ান্ত রকমের কঠিন হয়ে পড়লো।
নিহত ৮৪ জনের মধ্যে ১০টি শিশু রয়েছে। লরি চাপা দেয়ায় আহত হন প্রায় ২০২ ব্যক্তি। তাদের মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ৫২ জনের মধ্যে ২৫ জনকে বাঁচিয়ে রাখা হয়েছে জীবন রক্ষাকারী যন্ত্র ব্যবহার করে।
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। দেশে জরুরী অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।