

সময়ের কণ্ঠস্বর: রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় জঙ্গিদের আস্তানা থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং জঙ্গি ছবি তোলায় ব্যবহৃত পোষাক উদ্ধার করা হয়েছে। তথ্য না জেনে ‘জঙ্গি’দের বাড়ি ভাড়া দেওয়া ও তাদের ব্যাপারে তথ্য গোপন করার অভিযোগে মো. নুরুল ইসলাম নামের এক বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি ইউসুফ হোসেন জানান, গুলশান হামলায় জড়িত কয়েকজন পশ্চিম শেওড়াপাড়ার ৪৪১/৮ নম্বর বাড়িতে থাকতো বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তার ভিত্তিতেই ওই বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
তিনি জানান, গুলশানে হামলার পর গণমাধ্যমে হামলাকারীদের ছবি প্রকাশের পরও তাদের বিষয়ে পুলিশকে কিছু জানাননি বাড়ির মালিক নুরুল ইসলাম। এ কারণে তাকে আটক করা হয়েছে।