

আরাফাতুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বাসের ধাক্কায় ইমন হোসেন (২৫) নামে আলমসাধুর এক যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইমন সদর উপজেলার বোড়া গ্রামের মাজেদুল হকের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ রবিবার দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ শহর থেকে দশ মাইল বাজারে যাচ্ছিলেন ইমন। পথে ডাকবাংলা বাজারের কাছে এলে একটি বাস পেছন থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই ইমন মারা যান। এ সময় গুরুতর আহত হন আরো দুইজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।