

বগুড়া প্রতিনিধি – বগুড়ার দুই উপজেলায় র্যাব, পুলিশ ও বিজিবির জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলছে। সোমবার ভোর থেকে র্যাবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।
জানা গেছে, জেলার সারিয়াকান্দি উপজেলার ট্যাংরাকুটা নামক প্রত্যন্ত চরাঞ্চলে এবং ধুনট উপজেলার নীমগাছি নামক এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
র্যাব-১২ এর অধিনায়ক (সিও) মো. শাহাবুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের আস্তানা রয়েছে বলে এলাকাবাসী তাদের জানিয়েছে। এছাড়া এ অভিযানে এলাকাবাসী তাদের সহযোগিতা করছে।
র্যাব সদর দফতর জানিয়েছে, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির মধ্যে খায়রুল ও বাঁধনের বাড়ি ধুনট ও সারিয়াকান্দি উপজেলায়। বর্তমানে এ দুই উপজেলায় জেএমবির শক্তিশালী আস্তানা রয়েছে।