

গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকা থেকে মেহেদুল ইসলাম (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে ৩০ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে পৌরসভার তুলশিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদুল স্থানীয় একই গ্রামের টুকু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাকে আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানো হবে।