

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল মমিন খান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কুঠিপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে মমিনুল হাসান (৩০), মহুড়া পাড়ার হায়দার খানের ছেলে পারভেজ খান (৩০) ও মুন্সিপাড়ার হায়দার আলীর ছেলে আহসান হাবীব (২৪)।
এর আগে সন্ধ্যার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কুঠিপাড়া এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। আজ সোমবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।