

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী সরকারি কলেজ সংসদের উদ্যোগে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমাবার সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চের সামনে সকাল ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন কলেজ সংসদের সভাপতি সাগর রায়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপাধ্যক্ষ জেসমিন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক নুরুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তপন দেবনাথ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আলী সংহতি প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এজাজ আহম্মেদ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুমন বিশ্বাস, বর্তমান সভাপতি শিবনাথ বিশ্বাস, আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন বর্তমানে আমরা দেখছি সারা দেশে পুরোহিত হত্যা সহ বিভিন্ন ধরনের জঙ্গি হামলা। এই জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ছাত্র সমাজকে এক সাথে কাজ করতে হবে।