

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শ্রীবড়টিয়া নদী থেকে নাগরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, শ্রীবড়টিয়া নদীতে ওই গ্রামের আ. ছালাম পাট পচন দেয়। সোমবার সকালে তিনি পাট আঁশমুক্ত করতে গেলে পাটের বান্ডিলের নিচে ওই নারীর গলিত মরদেহটি দেখতে পান। নারীর মুখমন্ডল ও শরীরের অধিকাংশ অংশ পচে যাওয়ায় পুলিশ ও এলাকাবাসী মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারে নি।