

এস আই মুকুল, ভোলা প্রতিনিধি: ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা । সোমবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এতে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা জসিম উদ্দীন, ওমর ফারুক, রফিকুল ইসলাম, নাসির সহ প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। এসময় তারা দ্রুত সকল প্যানেলভুক্ত শিক্ষকদের দ্রুত নিয়োগ দিয়ে মানবতর জীবন যাপন থেকে মুক্ত করার জোর দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।