

অনীল চন্দ্র রায়, ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদের বিরুদ্ধে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহরের তিন কোণা মোড়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভুমি) নবী নেওয়াজ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবি এম রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমূখ। বক্তরা জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ার জন্য সবাইকে আহবান জানান।