

সময়ের কণ্ঠস্বর- রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ। আজ মঙ্গলবার স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশবাসীর করণীয়’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের কথা বলেছেন। জঙ্গিদের সঙ্গে নিয়ে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছেন। ইতোমধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং জঙ্গিবাদের অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।