

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ সদস্যরা। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে সোমবার দিনগত গভীর রাত থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত টানা ১১ ঘণ্টাব্যাপী বিশেষ এই অভিযান চালানো হয়।অভিযানে একটি বাড়ি থেকে পরিত্যক্ত দুটি রামদা উদ্ধার করা হয়। সাঘাটা উপজেলার দুর্গম চর দিঘলকান্দি, সিপিগারামারা ও বিজলকান্দি চরে এ অভিযান পরিচালনা করা হয়।