

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলায় ৭৯৩ বোতল চোলাই মদ (দেশীয়) সহ ৩ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) সদস্যরা। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার যাদুপুরের তুফানী ইসলামের দুই ছেলে মো. নাইমুর ইসলাম(৪৪) ও মনিরুল ইসলাম (৪২) এবং দূর্গাপুরের মৃত বিশ্বনাথ চৌধুরীর ছেলে কালু চৌধুরী (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সন্ধ্যা সাতটায় এক প্রেসনোটে ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।