

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাচা শশুর কর্তৃক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে প্রতিবন্ধি ভাতিজা।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিরুখালী গ্রামের প্রতিবন্ধি শফিকুল ইসলাম(২৫) গত এক মাস পূর্বে প্রতিবন্ধী যুবতী (২০)কে বিয়ে করে। বিয়ের পর থেকেই আবদুল কাদের আকন এর ছেলে (চাচা শশুর) ছগির আকন (৩০) কু-প্রস্তাব দিয়ে আসছিল।
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১১ জুলাই সোমবার বিকেলে স্বামীর অনুপস্থিতিতে মোবাইলের চার্জার খোজার অজুহাতে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী পুত্রবধূকে জোর পূর্বক ধর্ষণ করে চাচা শশুর।
এ বিষয় কার কাছে মুখ না খোলার জন্য গৃহবধূকে ভয়ভীতি দেখায় ওই লম্পট চাচা শশুর।
ঘটনা জানা জানি হলে গতকাল সোমবার রাতে গৃহবধূর স্বামী সফিকুল বাদী হয়ে চাচা ছগিরকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আজ গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।