

স্টাফ রিপোর্টার: এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর ঢাকা বিভাগীয় সভাপতি মো. সরওয়ার হোসাইনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
মো. সরওয়ার হোসাইন ১৪ দলীয় জোটভুক্ত পার্টি বাংলাদেশ গন-আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন ( এজাহিকাফ) এর ঢাকা বিভাগীয় সভাপতি ও বাংলাটিভি 71 এর উপ-সম্পাদক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় জানাজানি হলে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ জানিয়ে ঘটনার সাথে জড়িতকে স্রুত গ্রেফতারের দাবী জানায় সুশীল সমাজের মানুষেরা।
এ ব্যাপারে সাংবাদিক সরওয়ার হোসাইন সময়ের কণ্ঠস্বরকে জানান, `পুরান ঢাকার এক পীর সম্মন্ধে নিউজ করায় সে এবং তার ছেলে মুঠোফোনে আমাকে হত্যা এবং বড় ক্ষতি করার হুমকি দেয়। প্রানে মারতে না পারলে অবৈধ পন্থায় প্রশাসন দিয়ে হলেও আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে জানায়। পরে এ বিষয়ে খিলগাঁও থানায় জিডি দায়ের করি যাহার নাম্বার ১১১৯ তারিখ ১৯/০৭/২০১৬ইং।
এসব বিষয়ে উর্ধতন কতৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।