

মোঃ রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: জল আছে যেখানে, মাছ চাষ সেখানে এ শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখান উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ (১৯ জুলাই-২৫ জুলাই) ২০১৬ উদযাপন করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে আজ বেলা ১২ টায় উপজেলায় একটি র্যালী বের করে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাশেম এড. ও মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমীন।